Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Our Achievement
Attachments
  • প্রতিষ্ঠালগ্ন হতে এ পর্যন্ত বিআরডিবি ১১৪টিরও অধিক প্রকল্প/কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিতকরণে কৃষিজ সম্পদের উৎপাদন বৃদ্ধি, পল্লী এলাকার কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র দূরীকরণের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
  • বিআরডিবি’র মূল অর্জন ৯৪৪৬৭টি প্রাথমিক এবং কেন্দ্রীয় ৬৬৯টি সমবায় সংগঠন, যার আওতায় সেবা গ্রহীতা মোট সক্রিয় সমবায়ী নারী-পুরুষের সংখ্যা ২২৮৭৮৯৪জন। এছাড়া দারিদ্র্য বিমোচন কার্যক্রমের আওতায় গঠনকৃত ৬৪৭৪৪টি অনানুষ্ঠানিক দল (পল্লী উন্নয়ন দল), যার আওতায় সেবাগ্রহীতা ১৭.১৬ লক্ষ বিত্তহীন দরিদ্র নারী-পুরুষ।
  • এছাড়া বিভিন্ন সময়ে কৃষক সমবায় সমিতির মাঝে স্থাপিত ১৮,৪৬০টি গভীর নলকূপ বিআরডিবি’র সাফল্যের অন্যতম দিক, যার মাধ্যমে এদেশে কৃষি উৎপাদনে বিপ্লব সাধিত হয়। 
  • বিআরডিবি কার্যক্রমের স্বীকৃতিঃ/ মূল্যায়ন:
  • পল্লীর দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নসহ সামগ্রিক পল্লী উন্নয়নে বিআরডিবি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে যা অভ্যন্তরীণ ও  আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে, যেমন-
  • (১) বিআইডিএস (BIDS) বিআরডিবি’র সার্বিক কার্যক্রম সমীক্ষা করে নিম্নোক্ত মন্তব্য প্রদান করেছেঃ
  • (ক) শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, নেতৃত্ব এবং social mobility ক্ষেত্রে বিআরডিবি’র সাফল্য প্রশংসনীয়; শিক্ষার হার কার্যক্রম এলাকায় ৬৪% এবং নিয়ন্ত্রিত এলাকায় ৫২%;
  • (খ) অকৃষি কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের আয় বৃদ্ধি পেয়েছে এবং ক্ষুদ্র উদ্যোক্তা সৃজনের বৃদ্ধিজনিত হার লক্ষ্যনীয়; কার্যক্রম এলাকায় ১৮% এবং নিয়ন্ত্রিত এলাকায় ৯%;
  • (গ) সামাজিক সচেতনতা, নারীর ক্ষমতায়নের হার উৎসাহজনক;
  • (ঘ) বিআরডিবি’র ভোক্তা শ্রেণীর জমির মালিকানা অর্জনের হার ক্রমাগত উর্দ্ধমুখী। ইহা আয় বৃদ্ধি ও সম্পদ আহরনের অন্যতম নির্দেশক; কার্যক্রম এলাকায় ৪০% এবং নিয়ন্ত্রিত এলাকায় ২৭%;
  • (ঙ) খাদ্য নিরাপত্তার সুযোগ সৃষ্টি হওয়ায় দারিদ্র্যতা অনেকাংশে হ্রাস পেয়েছে; দিনে দুবেলা খাবার গ্রহণের হার কার্যক্রম এলাকায় ৮০% এবং নিয়ন্ত্রিত এলাকায় ৬৯%;
  • (চ) বিআরডিবির কর্মচাঞ্চল্যের সুবাদে সঞ্চয়ের হার বৃদ্ধি পাওয়ায় স্থানীয় সম্পদ বৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে; কার্যক্রম এলাকায় ৯৫% এবং নিয়ন্ত্রিত এলাকায় ২৮%;
  • (চ) বিআরডিবি’র দারিদ্র্য বিমোচনের কার্যক্রমের ফলে দারিদ্র্যতা নিরসন ক্ষেত্রে লক্ষনীয় উন্নয়ন ঘটেছে; কার্যক্রম এলাকায় ২৪% এবং নিয়ন্ত্রিত এলাকায় ৩৫.৫%। কিন্তু দারিদ্র রেখা কার্যক্রম এলাকায় ১৬% এবং নিয়ন্ত্রিত এলাকায় ২৬%;
  •  
  • বিআরডিবি সার্বিক কর্মকান্ডের ফলে জাতীয় পর্যায়ে জিডিপিতে বিআরডিবি অবদানের পরিমান হচ্ছে প্রায় .৯৩%;